G.O.A.T মানে Greatest Of All Time!

ভাগ্যের কী এক রহস্যময় খেলা! এই ছাগলটার জীবনাবসান হয়ে যাওয়ার কথা ছিলো গত


বছরের কোরবানি ঈদে। অথচ ছাগলটা এখনও সহীহ ছালামতে বেঁচে আছে। তবে ওই ছাগল সংশ্লিষ্ট যারা ছিলো, তাদের সবার বারোটা বেজে গেছে ইতোমধ্যে! ওই ছাগলটাকে বিক্রি করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর মালিক এখন জেলে, মোহাম্মদপুর বছিলায় সাদেক এগ্রোর যে খামার ছিলো, সেটাও অবৈধ স্থাপনা হওয়ায় উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছাগল ক্রেতা ইফাত মানে মতিউরের দ্বিতীয় পক্ষের ছেলে ও তার মা (মতিউরের দ্বিতীয় স্ত্রী) দেশ ছেড়ে পলাতক, দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউর ও তার প্রথম স্ত্রী (যে ছিলো নরসিংদীর রায়পুরার চেয়ারম্যান) দুইজনই এখন কারাগারে, তাদের নামে থাকা হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত!


যার হয়ে যাওয়ার কথা ছিলো কুরবানি, সে এখনও সুস্থ সুন্দর জীবনযাপন করছে, অথচ ওই ছাগলের সাথে জড়িত অন্যসবার চৌদ্দগুষ্ঠি উদ্ধার হয়ে গেছে!


এজন্যই আমি বলি, এই ছাগলটা হলো পশুকূলের G.O.A.T মানে Greatest Of All Time!😜


কপি: @Saiyed Abdullah